
উপজেলার তিনটি আশ্রায়ন প্রকল্পের পুরাতন ব্যরাক না ভেঙ্গে সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার খেজুর বাড়ী আশ্রায়ন প্রকল্প, মহিষাপোতা আবাসন বানারীপাড়া ও গুচ্ছ গ্রামের ১৬০ টি পরিবারের সদস্যরা তাদের ব্যরাকের পুরাতন ঘর গুলো না ভেঙে মেরামতের দাবী জানান। রবিবার ২৬ নভেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপী দিয়েছেন। আশ্রায়ণ প্রকল্পের ব্যারাকগুলোতে বসবাসরত পরিবার মনে করে, পুরাতনগুলো ভেঙ্গে নতুন সেমি পাকা ঘর নির্মাণ করা হবে। তাদের দখলে থাকা সম্পত্তি কমিয়ে দুই শতাংস করে দেয়া হবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী জানান , জমি উপকারভোগীর সংখ্যা ঠিকই থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু বসবাস অনুুপযোগী জরাজীর্ণ ব্যরাক গুলো ভেঙ্গে নতুন সেমি পাকা একক ঘর নির্মাণ করে দেওয়া হবে। তাদের ভুল ধারণায় মানববন্ধন করেছে বলে তিনি মনে করেন।