Home » বিমান বাংলাদেশের পোস্ট হজের প্রথম ফ্লাইটের আগমন; জমজম পানি বিতরণ

বিমান বাংলাদেশের পোস্ট হজের প্রথম ফ্লাইটের আগমন; জমজম পানি বিতরণ

by নিউজ ডেস্ক
views

বিশেষ প্রতিনিধি:
পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩২ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে। আগত হজযাত্রীদের বিমান এর বোডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং প্রত্যেককে জমজমের পানি বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২১ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটটি অবতরণ করেন। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পোস্ট ফ্লাইট অপারেশন্স এর শুরু হয়েছে। যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। বিমানে জমজমের পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া (অতিরিক্ত সচিব)।

banner

এসময়ে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান এর পরিচালক গ্রাহক সেবা জনাব হায়াত-উদ-দৌলা খাঁন ( যুগ্মসচিব), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের উর্ধতন কর্মকর্তাগণ।

এসময় আগত হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, এবছরে প্রি-হজ এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৭টি ফ্লাইটে ৪০৯৬৭ জন হজ যাত্রী পরিবহন করে। পোস্ট হজ এ বিমান ১২৫ টি ফ্লাইটের মাধ্যমে উক্ত যাত্রীদের বাংলাদেশে পরিবহন করবে। মদিনা থেকে ৩৪ টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে মদিনা-চট্টগ্রাম এ ৯ টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১ টি ফ্লাইট পরিচালিত হবে, এরমধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২ টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫ টি ফ্লাইট পরিচালিত হবে। প্রি-হজের ফ্লাইট এর ন্যায় পোস্ট হজে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: