
নতুন মাত্রা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভনে এক পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমন মাতুব্বর ওরফেলিমনের (১৫) এক কিশোরের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে বাউফল মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। লিমন বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মাহাবুব মাতুব্বের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভানু বেগম তার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে নানা বাড়িতে বসবাস করতেন। পাশের বাড়ির লিমন নামে এক ছেলের সাথে ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপান্তরিত হয়। এরপর ওই ছাত্রী অসুস্থ হয়ে পরলে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান সে ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার তালবাহানা শুরু করে। এরপর গত শনিবার বাউফল থানায় মামলা দায়ের করেন তিনি। এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। সেই রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে আরও নিশ্চিত হওয়া যাবে।