Home » বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরন করলেন নৌ পুলিশ প্রধান

বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরন করলেন নৌ পুলিশ প্রধান

by নিউজ ডেস্ক
৩৪ views

রাজীব শেখঃ  আজ ১৭ এপ্রিল ২০২৩ নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম ১৩ নং সেক্টর, উত্তরা ,ঢাকার “আপন ভুবন “নামক এক বৃদ্ধাশ্রমে আসন্ন পবিত্র ঈদ –উল- ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করেন।তিনি পবিত্র মাহে রমজানে বৃদ্ধাশ্রমে অবস্থানরত সকল বৃদ্ধ ও অসহায় মা’ দের নিয়ে ইফতার সম্পন্ন করেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বৃদ্ধাদের নিঃস্ব ও একাকী জীবনযাপনের মধ্যে নৌ পুলিশ প্রধানের আন্তরিকতা ও মমতা তাদের আবেগ আপ্লুত করে তুলে।

নৌ পুলিশ প্রধান বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় ও বৃদ্ধ মা’ দের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি বলেন,”প্রতিটি মা বাবা যেমন তাদের সন্তানদের অত্যন্ত কষ্ট করে আদর যত্ন দিয়ে বড় করেন ঠিক তেমনি প্রতিটি সন্তানেরও তাদের নিজ নিজ বাবা মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাছাড়া,ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ উল্লেখ করে বিশেষ সন্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে বাংলাদেশে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩’ প্রণয়নের মাধ্যমে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য শুধু নৈতিক বাধ্যবাধকতা নয়,বরং এই দায়িত্ব কর্তব্যের বিচ্যুতি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি বৃদ্ধ মা’দের প্রতি শুভকামনা ও আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল বৃদ্ধ মা’দের ঈদের উপহার প্রদান করেন।

banner

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: