
এহেসান হাবীবঃ সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পরিদর্শন করলেন আরএমপি’র স পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। পরিদর্শনের সময় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: আরেফিন জুয়েল পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ সালামী প্রদান করেন । এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।