

১০,০০০ (দশ হাজার) টাকা উদ্ধার করে হস্তান্তর করলো মতিহার থানা টিম।
এহেসান হাবিবঃ গত ইং ০৭-০৯-২০২২ তারিখ মতিহার থানার খোজাপুর বান্নিতলা জামে মসজিদের ইমাম মোঃ মোস্তাকিন (৩১), তিনি তার এক আত্মীয়কে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে ভুলক্রমে অন্য বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেন । পরবর্তীতে তিনি বিষয়টি জানতে পেরে মতিহার থানায় এসে ইমাম সাহেব ঘটনার বিবরণ তুলে ধরেন। ঘটনার বর্ণনা শুনে অফিসার ইনচার্জ মতিহার থানা ভুক্তভোগীকে টাকা উদ্ধার করে দিবেন মর্মে আস্বস্ত করেন। শুরু হলো টিম মতিহার থানার উদ্যোগে উদ্ধার অভিযান। আর এম পি সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় বিকাশ নাম্বারের সন্ধানে মাঠে নামে টিম মতিহার । দীর্ঘদিন পর সফলতা অর্জন করতে সক্ষম হয় টিম মতিহার। উদ্ধার করা হয় ১০০০০ (দশ হাজার) টাকা। এসআই সেলিম হোসেন উদ্ধার করেছেন উক্ত টাকা। আজ ইং ২৯-১০-২০২২ তারিখ সন্ধ্যায় সংবাদ দেয়া হয় ভুক্তভোগীকে । সংবাদ পেয়ে আজ মসজিদে এশার নামাজের ইমামতি শেষে তিনি থানায় হাজির। ইমাম সাহেবকে প্রদান করা হয় উদ্ধার করা ১০০০০( দশ হাজার) টাকা। তিনি টাকা গ্রহণ করে অনেক খুশি। ধন্যবাদও দিয়েছেন মতিহার থানা পুলিশকে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি এস আই সেলিম হোসেন সহ টিম মতিহারকে । যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে উদ্ধার হয়েছে ভুল নাম্বারে যাওয়া বিকাশের উক্ত টাকা। এভাবেই জনগণের পাশে থেকে এগিয়ে চলছে টিম মতিহার। কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক স্যারের প্রতি যিনি জনগণকে প্রযুক্তিগত সেবা প্রদান করার জন্য সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছেন।