
ভোটের মাঠে আ.লীগের ১০৫ নতুন মুখ
নানা কারণে বিতর্কিত, এলাকার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ও জনপ্রিয়তার অভাবে দলীয় মনোনয়ন থেকে বাদ পড়লেন বর্তমান সংসদের ৭১ জন সদস্য। যাদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন।
অন্যদিক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ১০৫ নতুন মুখ। পোড়খাওয়া রাজনীতিবিদ ছাড়াও এ তালিকায় আছেন সরকারের সাবেক আমলা, চিকিৎসক, আইনজীবী, ক্রিকেটার, অভিনেতাসহ নানা পেশার পরিচিত মুখ।
১০৫ জনের মধ্যে প্রায় ২০ জন আগে এমপি ছিলেন। রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।
দলীয় মনোনয়ন পাওয়া নতুন মুখ : পঞ্চগড়-১ আসনে মো. নাঈমুজ্জামান ভূঁইয়া, ঠাকুরগাঁও-২ আসনে মো. মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ আসনে মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে মো. জাকির হোসেন বাবলু, লালমনিরহাট-৩ আসনে মো. মতিয়ার রহমান, রংপুর-১ আসনে মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল, রংপুর-৫ আসনে রাশেক রহমান, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলী, কুড়িগ্রাম-৩ আসেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হাসান, গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-৪ আসনে মো. আবুল কালাম আজাদ, বগুড়া-২ আসেন তৌহিদুল রহমান মানিক, বগুড়া-৩ আসনে মো. সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ আসনে মো. হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ আসনে মো. মজিবর রহমান (মজনু), বগুড়া-৭ মোস্তফা আলম, নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসনে নাহিদ মোর্শেদ, রাজশাহী-২ আসনে মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসনে মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ মো. আব্দুল ওয়াদুদ, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম, পাবনা-৪ গালিবুর রহমান শরীফ, মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ-৩ সালাউদ্দিন মিরাজী। যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৪ এনামুল হক বাবু, মাগুরা-১ সাকিব আল হাসান, বাগেরহাট-৪ বদিউজ্জামাল সোহাগ, খুলনা-১ ননি গোপাল মন্ডল, খুলনা-৩ এসএম কামাল হোসেন, খুলনা-৬ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এসএম আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৩ খালেদ হোসাইন, বরিশাল-৪ ড. শাম্মী আহমদ, বরিশাল-৬ আব্দুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান।
টাঙ্গাইল-৩ কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ মো. মাজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মো. মামুনুর রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-৪ মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ, শেরপুর-৩ শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফা আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আব্দুছ সাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোনা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ, ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বী খান, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, ফরিদপুর-১ আব্দুর রহমান, ফরিদপুর-৩ শামীম হক, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মো. সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন, চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী-৩ আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এসএম আল মামুন, চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম, কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ।
বাদ পড়েছেন : মজাহারুল হক প্রধান (পঞ্চগড়-১), মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), এইচএন আশিকুর রহসান (রংপুর-৫), এমএ মতিন (কুড়িগ্রাম-৩), মো. জাকির হোসেন (কুড়িগ্রাম-৪), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), মো. হাবিবুর রহমান (বগুড়া-৫), ছলিম উদ্দিন তরফদার (নওগাঁ-৩), মুহা. ইমাজ উদ্দিন প্রাং (নওগাঁ-৪), মো. আয়েন উদ্দিন (রাজশাহী-৩), এনামুল হক (রাজশাহী-৪), মো. মনসুর হোসেন (রাজশাহী-৫), হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), তানভীর ইমাম (সিরাজগঞ্জ-৪), মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), নুরুজ্জামান বিশ্বাস (পাবনা-৪), মোহাম্মদ সাহিদুজ্জামান (মেহেরপুর-২), মো. শফিকুল আজম খাঁন (ঝিনাইদাহ-৩), মো. নাছির উদ্দিন (যশোর-২), রনজিত কুমার রায় (যশোর-৪), মো. সাইফুজ্জামান (মাগুরা-১), মো. আমিরুল আলম লিমন (বাগেরহাট-৪), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), বেগম মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আকতারুজ্জামান (খুলনা-৬), মীর মোস্তফা আহমেদ বরি (সাতক্ষীরা-২), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), শওকত হাচানুর রহমান (বরগুনা-২), মো. শাহে আলম (বরিশাল-২), পংকজ নাথ (বরিশাল-৪), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), মো. হাছান ইমাম খান (টাঙ্গাইল-৪), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), আবুল কালাম আজাদ (জামালপুর-১), মুরাদ হাসান (জামালপুর-৪), মোজাফফর হোসেন (জামালপুর-৫), ফজলুল হক (শেরপুর-৩), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), কেএম খালিদ (ময়মনসিংহ-৫), আনোয়ারুল আবেদীন খান (ময়মনসিংহ-৯), মানু মজুমদার (নেত্রকোনো-১), ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী মো. সেলিম (ঢাকা-৭), মো. শফিউল ইসলাম (ঢাকা-১০), একেএম রহমতউল্লাহ (ঢাকা-১১), সাদেক খান (ঢাকা-১৩), আগাখান মিন্টু (ঢাকা-১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (গাজীপুর-৩), জহিরুল হক ভূঞা মোহন (নরসিংদী-৩), মনজুর হোসেন (ফরিদপুর-১), খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেন গুপ্তা (সুনামগঞ্জ-২), হাফিজ আহমদ মজুমদার (সিলেট-৫), নেছার আহমদ (মৌলভীবাজার-৩), গাজী মোহাম্মদ শাহনওয়াজ (হবিগঞ্জ-১), আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মোহাম্মদ এবাদুল করিম (ব্রামণবাড়িয়া-৫), মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (কুমিল্লা-১), নাছিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), নুরুল আমিন (চাঁদপুর-২), আয়েশা ফেরদাউস (নোয়াখালী-৬), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), দিদারুল আলম (চট্টগ্রাম-৪) সামশুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), জাফর আলম (কক্সবাজার-১)।