
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলার প্রতিনিধিঃ
মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি; এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গড়ে উঠেছে স্পোর্টস একাডেমি। উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। যার নাম জয়পুর ডাঙ্গাপাড়া স্পোর্টস একাডেমি। সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ সংগঠনটির সদস্য সংখ্যা একশত দশ জন। সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য জানতে চাইলে সংগঠনের সদস্য.রবিউল আলম জানানঃ এলাকার ছেলেদের মাদক থেকে দূরে রাখা ও মোবাইল গেমিং থেকে দূরে রেখে মাঠ মুখি করা এবং সমাজের ভালো কাজে এগিয়ে আসা হলো আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনটি প্রতিবছর নিজস্ব অর্থায়নে একটা করে টুর্নামেন্ট.বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসবের আয়োজন করে থাকেন বলেও জানান তিনি। সংগঠনের এমন মহৎ উদ্যোগের জন্য প্রশংসা করছেন এলাকাবাসী।