
স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে ম্যাচই খেলেছেন মাত্র দুটি। তাতে খুব একটা মেলেও ধরতে পারেননি নিজেকে। কিন্তু বিশ্বমঞ্চে এসে ঠিকই নিজের জাত চেনালেন স্কটল্যান্ডের ২৪ বছর বয়সী ব্যাটার। বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে চমকে দিয়েছেন মাইকেল জোন্স। ডানহাতি এ ব্যাটারের দুর্দান্ত ইনিংসে আয়ারল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। বেলেরিভ ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে স্কটিশ ব্যাটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে আজ শুরুতেই জর্জ মুন্সের উইকেট হারায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে ভালো শুরুর ভিত এনে দেন মাইকেল জোন্স। ২১ বলে ২৮ রান করে ক্রস ফিরলে অধিনায়ক বেরিংটনের সাথে ৭৭ রানের জুটি গড়েন জোন্স।
দলকে ভালো সংগ্রহের পথে এগিয়ে দিয়ে ৩৭ রানে ফেরেন অধিনায়ক। কিন্তু একপাশ আগলে তখনও ব্যাটিং করে যাচ্ছিলেন জোন্স। শেষ পর্যন্ত ৬ চার ও ৪ ছয়ে ৮৬ রান করে লিটলের বলে অ্যাডায়ারের হাতে ধরা পড়েন ২৪ বছর বয়সী তারকা। ১৩ বলে ১৭ রানের ক্যামিও খেলে দলকে ১৭৬ রান পর্যন্ত নিয়ে যান মাইকেল লিস্ক।