

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
তমাল দাসঃ ০১ নভেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার নেতবৃৃন্দ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সামাউন সরকার, সাংগঠনিক সম্পাদক বাবর আলী, নিসিয়র সহ-সভাপতি সেলিনা খাতুন ও মোজাফফর হোসেন, সহ-সভাপতি সুমন কুমার তরফদার ও অহিদুল হক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক রুপালি খাতুন ও শ্রীলা সরকার প্রমুখ।