
রাজীব আলী,রাজশাহীঃ রাজশাহী মহানগরীর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন কে মনবতার ফেরিওয়ালার উপাধি দিয়েছে ১৩ নং ওয়ার্ড এলাকাবাসী।পুরো দেশ যখন করোনা মহামারী আক্রান্ত দেশের মানুষের যখন অর্থ সংকট,খাদ্য সংকট অস্থির পরিস্থিতি। বাসা থেকে কেউ করোনা সংক্রমের ভয়ে কেউ বের হতে পারছিলেনা তখন এই মানবতার ফেরিওয়ালা আব্দুল মোমিন নিজের জীবনের পরোয়া না করে তিনি নিজ ওয়ার্ডবাসীর কাছে গিয়ে সরকারি এবং নিজ অর্থয়ানে চাল, ডাল,তেল, আলু, সবজি এবং রমজানের সময় ওয়ার্ডবাসীদের ছোলা, মুড়ি, তেল, খেজুর ও ঈদের সময় সেমাই চিনি,প্যাকেটজাত দুধ,বুট ওয়ার্ডবাসীদের বিতরণ করেন। এছাড়াও তিনি ঈদের ওয়ার্ডবাসীর মাঝে লুঙ্গি, শাড়ি, পাঞ্জাবি ও থ্রি পিচ বিতরণ করেন। এছাড়াও রাস্তা ঘাট,ড্রেন,নির্মাণ এবং ঈদগাঁ ও গোরস্থান সংস্কার ওয়ার্ডবাসীদের পানির সমস্যা দূর করার জন্য গভীর নলকূপ স্থাপন করেন তিনি। এছাড়াও বয়স্ক ভাতা, শিশু ভাতা করে দেন ১৩ নং ওয়ার্ডবাসীদের। অসহায় গরীব শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে ফরম ফিলাপ করতে পারছিলোনা তখন আব্দুল মোমিন সেসব শিক্ষার্থীদের নিজস্ব অর্থয়ানে ফরম ফিলাপ করান। ওয়ার্ডে যারা অসুস্থ ব্যাক্তি তাদের জন্য তিনি নিজ উদ্যোগ চিকিৎসা ব্যবস্থার নিশ্চিত করেন। আব্দুল মোমিন আমাদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে নিয়েই এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ।