

মেধাবৃত্তি কারিগরি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, যা প্রশংসার দাবিদার’- পুলিশ কমিশনার
এহেসান হাবীবঃ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর ২০২২ সকাল ১০ টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৮ শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন। সেই উন্নত সমৃদ্ধ দেশের সবাইকে দক্ষ হতে হবে। নতুন নতুন তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। দেশের দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই মেধার স্বীকৃতি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ড এই বৃত্তি চালু করেছে। সরকারের এই উদ্যোগ কারিগরি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, যা প্রশংসার দাবিদার।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন।
কারিগরি শিক্ষা বোর্ড মোট ১৭ ধরনের প্রোগ্রাম ও কোর্স পরিচালনা করে থাকে। প্রত্যেক শিক্ষাক্রম থেকেই বৃত্তির জন্য সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সম্মানি ও সনদপত্র দেওয়া হচ্ছে।