

যবিপ্রবির শীতকালীন ছুটি পরিবর্তন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) চলতি বছরের শীতকালীন ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৬ থেকে ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১-১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।
১৩ ডিসেম্বর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আহসান হাবীব।
এতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ-কে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ রোজ সোমবার যিশু খ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া আগামী ২৬-৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের পরিবর্তে ০১-১০ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ শীতকালীন অবকাশ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। অর্থাৎ ২৬-৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে।