Home » যোগ্য প্রার্থী’ সংকটে তৃণমূল বিএনপি ও বিএনএম

যোগ্য প্রার্থী’ সংকটে তৃণমূল বিএনপি ও বিএনএম

৩০০ আসনে ভোট করার ঘোষণা দিয়ে এখন ‘যোগ্য প্রার্থী’ খুঁজে পাচ্ছে না নতুন নিবন্ধিত দুই রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

by নিউজ ডেস্ক
views

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও তৃণমূল বিএনপি ছবি; সংগৃহিত

৩০০ আসনে ভোট করার ঘোষণা দিয়ে এখন ‘যোগ্য প্রার্থী’ খুঁজে পাচ্ছে না নতুন নিবন্ধিত দুই রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। দল দুটিতে সাবেক সংসদ সদস্যসহ বিএনপি থেকে গুরুত্বপূর্ণ অনেকে যোগ দিতে পারেন বলে যে আলোচনা ছিল, গতকাল পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি।

তৃণমূল বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলটির দাবি, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪২৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য রয়েছেন চারজন। তাঁদের দুজন জাতীয় পার্টির, একজন আওয়ামী লীগের ও একজন এলডিপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দলটির চেয়ারম্যান বিএনপি থেকে পদত্যাগকারী (সাবেক ভাইস চেয়ারম্যান) সমশের মবিন চৌধুরী ও মহাসচিব বিএনপি থেকে বহিষ্কৃত (দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা) তৈমুর আলম খন্দকার। এর বাইরে পরিচিত কোনো রাজনীতিককে এখন পর্যন্ত দলটি টানতে পারেনি।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে তৃণমূল বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের কো-চেয়ারপারসনকে এ জাহাঙ্গীর মাজমাদার। তিনি বলেন, ‘আমরা যোগ্য প্রার্থী খুঁজছি। ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। তবে যত আসনে ভালো প্রার্থী পাওয়া যাবে, তত আসনেই আমরা প্রার্থী দেব। এখন পর্যন্ত সাবেক চারজন সংসদ সদস্য তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে আরেকটি দল আত্মপ্রকাশ করে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি নাজিম উদ্দিন এবং জিএস আজিম উদ্দিনের নেতৃত্বাধীন এই দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। তাই তারা তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবে বলে দলের নেতারা জানিয়েছেন। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে প্রার্থী হতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।

 

banner

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত মঙ্গলবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনএম। গতকাল পর্যন্ত ২৬০টির মতো মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানায় দলটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সদ্য যোগ দেওয়া বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে শাহ মোহাম্মদ আবু জাফর দলে যোগ দিয়েই বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন।

বিএনএমের নেতারা এখনো আশা করছেন, বিভিন্ন দল বিশেষ করে বিএনপির অনেক সাবেক সংসদ সদস্য বিএনএম থেকে নির্বাচনে যাবেন। এর মধ্যে বগুড়ার একাধিক সাবেক সংসদ সদস্য যোগদান করতে পারেন বলে আলোচনা রয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। সময় আছে আর মাত্র ছয় দিন। কিন্তু ২০ নভেম্বর চারজন সাবেক সংসদ সদস্য যোগ দেওয়ার পর গতকাল পর্যন্ত আর কোনো পরিচিতমুখ বিএনএমে যোগ দেননি।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: