
জুলেখা খাতুনঃ রাজশাহীতে অ্যাডভোকেট জাইদুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নগরীর ডিঙ্গাডোবা এলাকার লোকজন। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।
এ সময় তারা বলেন, অ্যাডভোকেট জাইদুল ইসলাম তার নিজের পেশার অপব্যাবহার করে বহুদিন ধরে এলাকাবাসীকে বিভিন্নভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অথবা নিজের স্বার্থের জন্য মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানী করছেন। মোবাইলে এলাকার মহিলাদের ভিডিও ধারন, তার বাড়ীর ছাদ থেকে অন্যদের বাড়ির ভেতরে ক্যামেরা তাক করে রাখাসহ বিভিন্নভাবে মিথ্যা মামলায় আসামি করছেন তিনি।
স্থানীয়রা বলেন, পুলিশের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। পুলিশ এসে তাকে সতর্ক করার পরেও তিনি সংশোধন হননি। হয়রানি করার জন্য স্থানীয়দের নামে প্রায় ১০০টি মামলা দায়ের করেছেন তিনি। এসব ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সংবাদ সম্মেলনে মোছা. হামিদা বেগম, সেলিনা আক্তার ভুক্তভোগী আরও কয়েকজন নারী উপস্থিত ছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।