

রাজশাহীতে কম্বল ও খাদ্যশস্য বিতরণ করেন সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন
তমাল দাসঃ মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী পবা উপজেলার হড়্গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও উপকার ভোগীদের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে উপকারভোগী পরিবারের মাঝে কম্বল ও খাদ্যশস্য হাতে তুলে দেন।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ এন ডি সি ও রাজশাহী জেলা প্রশাসক মো: আব্দুল জলিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন,পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও রাসিকের ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।