

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা এর উদ্বোধন
তমাল দাসঃ মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) সিজন- ২০২২-২০২৩ এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক ।