
রাতুল সরকার: ট্রেনের তেল চুরির সময় হাতেনাতে আটক ট্রেনের তেল চুরির সময় হাতেনাতে আটক জাহাঙ্গীর আলম (৩৪)।
রাজশাহীতে ট্রেনের তেল চুরি করার সময় জাহাঙ্গীর আলম (৩৪) নামের এক যুবককে আটক করেছেন রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এ সময় ৯০ লিটার তেল জব্দ করা হয়।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলওয়ের আরএনবি গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহীর হরিয়ান স্টেশন সংলগ্ন কাটাখালি রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতার জাহাঙ্গীর আলম রাজশাহীর কাটাখালি থানার এমাদপুর নতুন পাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।
পশ্চিম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে রেলওয়ে গোয়েন্দা পুলিশের একটি দল হরিয়ান স্টেশন এলাকায় অভিযান চালায়।
এ সময় স্টেশন সংলগ্ন বিটিও (তেলবাহী যান) থেকে তেল চুরির সময় জাহাঙ্গীর আলমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ লিটার তেল জব্দ করা হয়। পরে জিআরপি থানায় তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ট্রেনের তেল চুরি করে আসছিলেন।