
নিজস্ব প্রতিদিনঃ রাজশাহীতে মাসুদা (৩৫) নামের এক ভুক্তভোগী নারী বাবলু,আয়নাল,ওয়াসিম, নাজিম ও আরমানের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার ৫ জুন বিকাল ৫ ঘটিকায় রাজশাহী পদ্মা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ঐ ভুক্তভোগী নারী রাজশাহীর মহানগরীর ৭ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। এ সময় ভুক্তভোগী মাসুদা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানাই। দীর্ঘ ২০ বছর যাবৎ বাবলু, আয়নাল,ওয়াসিম,নাজিম,ও আরমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানাই। তিনি আরো জানাই তাদের বিষয়ে এলাকায় কেউ ভয়ে মুখ খুলেনা। একটু কিছু হলে আয়নাল ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের এই সন্ত্রাসী কর্মখণ্ডের বিষয় এয়ারপোর্ট থানা অবগত আছে। সব কিছু জানা থাকলেও রহস্যজনক কারনে নীরব ভূমিকা পালন করছে এয়ারপোর্ট থানা। আয়নাল, বাবলু ও তার সন্ত্রাসী বাহিনীর পেছনে বালিয়াডাঙ্গা এলাকার এক হাইব্রিড নেতা ইন্ধন দাতা হিসেবে কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ এমরান জানাই অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।