
রাতুল সরকার রাজশাহীঃ র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে চাঁদাবাজির অভিযোগের গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চাকুরীচ্যুত সেনাবাহিনী সৈনিক মোঃ আল হাসিব (২৬) পিতা- মোঃ রফিকুল ইসলাম গ্রাম-লক্ষিপুর ভাটাপাড়া, কাদের মন্ডল মোড় থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী চাকুরীরত অবস্থায় থাকাকালীন তার সহকর্মী অমিত বিশ্বাসের অজান্তে তার মোবাইল থেকে গোপনে তার স্ত্রীর কিছু ব্যক্তিগত ভিডিও তার মোবাইলে নেয়। পরবর্তীতে বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন ফেক ফেসবুক আইডি তৈরি করে ভুক্তভোগী অমিত ও তার স্ত্রীর মোবাইলের ফেসবুকে উক্ত ভিডিও ও ছবি প্রদান করে এবং তার কাছে ৫০০০০/-(পঞ্চাশ হাজার)
টাকা দাবী করে অন্যথায় উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকী দিয়ে আসছিলো। সেই ভিডিও দেখিয়ে ওই নারীর কাছে থেকে বিভিন্ন ভাবে ব্ল্যকমেইল করে চাঁদাবাজি করছিলেন। এ ঘটনায় ওই নারী থানায় ও র্যাব অফিসে অভিযোগের ভিত্তিতে
র্যাব-৫ এর একটি অভিযানিক দল
উক্ত আসামীকে আজ ১৭ফেব্রুয়ারি-২০২৩ইং তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত মোবাইল ভুক্তভোগীর স্ত্রীর গোপন ভিডিও উদ্ধার করে এবং আসামীর ব্যবহৃত মোবাইল কম্পিউটার জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী তার জড়িত থাকার কথা স্বীকার করে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রক্রিয়াধীন আসামীর বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগি নারী।