
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের এর বিরুদ্ধে সঠিক সময়ে শ্রমিকদের বেতন প্রদান না করা এবং বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন করছেন শ্রমিকরা। রবিবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর তেরখাদিয়ায় অবস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শ্রমিকের সঠিক সময়ে বেতন প্রদান এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের এর কর্মরত শ্রমিকরা। এ সময় তারা গণমাধ্যম কর্মীদের জানাই। আমার বছরের পর বছর কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এ কর্মরত আছি। আমরা বেতন, ভাতা, চিকিৎসা এ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। আমাদের কাজের নায্য বেতন সঠিক সময়ে পরিশোধ করেনা কোম্পানিটি। বর্তমানে অনেক শ্রমিক আছে যারা দীর্ঘ ১৫-২০ বছর যাবত কর্মরত কিন্তু তারা ৪০০০/৫০০০ হাজার টাকা বেতন পায়। কিন্তু অনেক আফিসার আছে যারা ১৫০০০/ ২০০০০ হাজার টাকা বেতন পেয়ে থাকে। মানববন্ধনে শ্রমিকরা আরও বলেন আমাদের নায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এ সময় শ্রমিকদের পক্ষে উপস্থিত বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ডের নব্য কাউন্সিলর মনিরুজ্জামান মনি। বক্তব্যে কাউন্সিলর মনি বলে কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেড আমার ২৭ নং ওয়ার্ডে। যে কারণে শ্রমিকরা সর্বপ্রথম তাদের অভিযোগ আমার কাছে নিয়ে আসে। আমি কেমিকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের এর উদ্ধতন কর্মকর্তাদের সাথে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করি। তারা শ্রমিকদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তাদের নায্য দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচি শেষে শ্রমিকরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন মেয়র, শ্রম আদালত, ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে।