

৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এহেসান হাবিব রাজশাহীঃ সোমবার (২৪অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজারে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত চিনি সাধারণ মানুষের কাছে সরকারী মূল্য অনুযায়ী ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ সেলিম জানান, আমাদের কাছে তথ্য ছিল আলী আহমদ ট্রেডার্স অবৈধভাবে চিনি মজুদ করে রেখেছে। অভিযান পরিচালনা করে আমরা চিনিগুলো জব্দ করি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে তা বিক্রি করি। জনসাধারণে স্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।