
দুর্গাপুর প্রতিনিধি: আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা নির্বাহি অফিসার মো. সোহেল রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আঃ মোতালেব মোল্লা, দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পাট বীজ কর্মকর্তা রুবেল হক, দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী।
উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, সোহেল রানা, শেখ জামাল উদ্দীন, জলিদা বেগম, ঝর্না খাতুন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল খায়ের সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন দুর্যোগে প্রাণরক্ষার বিভিন্ন মহড়া উপস্থাপন করেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।