
এহেসান হাবীব তারাঃ রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) ভোর ৬টায় মোহনপুর থানাধীন বেলনাঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোহনপুর থানার বেলনাঝালপুকুর (আদিবাসী পাড়া/সাঁওতাল পাড়া) গ্রামের শ্রী যোগেন সরদারের ছেলে শ্রী রনজিত সরদার (৪০), মৃত অক্ষয় সরদারের ছেলে শ্রী রতন সরদার (৪৫), মৃত চৈতন্য মাড্ডির ছেলে শ্রী ভটকা মাড্ডি (৩৫), শ্রী সুনীল মুরমুরের ছেলে । শ্রী যোহন মুর্মু (২৬) শ্রী যোগেন সরদারের ছেলে শ্রী অজিত সরদার(৩০)।
শনিবার রাতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।