
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর গনকপাড়া,স্বর্ণকার পট্টি, সাহেব বাজার, মোড়ে অবস্থিত আশ্রয়, ওয়েলকাম, পদ্মা, সূর্যমুখী হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। রাত দিন সমান হারে চলিয়ে যাচ্ছে এই দেহ ব্যবসা। সবচেয়ে বেশী উড়তি বয়সের মেয়ে জড়িয়ে পড়ছে এই অনৈতিক কাজে। দেহ ব্যবসার সাথে চলছে মাদকে সেবন ও ব্যবসা। এ ব্যবসার সাথে জড়িতরা হলো সূর্যমুখী হোটেলের মনির, আশ্রয় ও ওয়েলকাম হোটলের সোহেল ও তার পাটনার মিঠু,পদ্মা হোটেলের আজাদ,এরা সকলে মিলে এই অবৈধ দেহ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। সমাজের প্রভাবশালী ব্যক্তি, নেতা, প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই রমরমা দেহ ব্যবসা। এদের বিষয়ে ভয়ে কেউ মুখ খুলেনা। যারা এদের বিষয়ে প্রতিবাদ করতে যাই। তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে থাকে। তাদের আছে নিজস্ব ক্যাডার বাহিনী। কিন্তু জনমতে প্রশ্ন থেকেই যায়। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকায় দিবালোক কিভাবে এই দেহ ব্যাবসা পরিচালনা করছে এরা। এ বিষয়ে জানতে চাইলে মনির ও সোহেল দাম্ভিকতার সাথে বলে নিউজ করে কোন লাভ নাই। আমরা সবাই কে ম্যানেজ করে ব্যবসা করছি এ বিষয়ে জানতে চাইলে মালোপাড়া ফাঁড়ির ইনচার্জ এস আই হায়দার জানাই আমার জানামতে হোটেলে দেহ ব্যবসা বন্ধ। কিন্তু চুপে চাপে ব্যবসা করতে পারে। যদি এরা ব্যবসা পরিচালনা করে আমি এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।