
রাতুল সরকারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩০ শে জুন রোজ শুক্রবার ২০২৩ সকাল ৯ টা থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বাড়ির খাওয়া দেওয়ায় সুযোগ করে দিয়েছে কারা কতৃপক্ষ। প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ করোনা মহামারীর কারণে বন্দীদের বাড়ির খাওয়ার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছিলো কারা কতৃপক্ষ । এছাড়া ও বন্দীদের পরিবারের সাথে সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কারা কতৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বন্দীদের সাথে সাক্ষাৎ চালু করে দেয় কারা কতৃপক্ষ । কিন্তু নিয়ম করে দেওয়া হয় এক জন বন্দীর সাথে তারা পরিবারের একজন মানুষ সাক্ষাৎ করতে পারবে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ও আজ ও এই নিয়ম চলমান আছে। প্রায় দীর্ঘ তিন বছর পর বন্দীদের পুনবায় বাড়ির খাবার দেওয়ার নিয়ম চালু করেছে কারা কতৃপক্ষ। শুধুমাত্র বিশেষ দিন গুলিতে বন্দীদের বাড়ির খাবার দেওয়া হয়। এছাড়া কারা কতৃপক্ষ বিশেষ দিন গুলিতে বন্দীদের জন্য বিশেষ ভোজনের আয়জোন করে থাকে। একজন বন্দীর পরিবারের আামাদের প্রতিবেদককে জানাই বর্তমানে করানো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাহলে বন্দীদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে দুই জন কারা উচিত। যেন বাবা মা একসাথে নিজের সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন আামাদের জানাই মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ পেলে আমারা পূর্বের মতো একের অধিক বন্দীরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে।