
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী কোট হাজতে অর্থের বিনিময়ে আসামীকে পরিবারের সাথে সাক্ষাৎ করানোর অভিযোগ উঠেছে এ এস আই বাররের বিরুদ্ধে।স্টাফ রিপোর্টারঃ রাজশাহী কোট হাজতে মোটা অংকের অর্থের বিনিময়ে আসামীকে তার পরিবারের সাথে সাক্ষাৎ করানের অভিযোগ উঠেছে এ এস আই বাবরের বিরূদ্ধে। ভুক্তভোগী নারী ফাতেমা জানাই যে আমার ছেলে দীর্ঘ দিন থেকে কারাগারে হাজতবাস করছে। গত সোমবার আমার ছেলে কে কারাগার থেকে আদালতে নিয়ে আসে হাজিরার জন্য। এ সময় তাকে আদালতের হাজত খানায় রাখা হয়। আমার ছেলের মতো অনেক আসামী কে নিয়ে আসে হাজিরার জন্য। এ সময় এ এস আই বাবর আসামীদের পরিবারের মানুষের কাছে থেকে সাক্ষাৎ করানোর জন্য ২০০ টাকা এবং খাবার দেওয়ার জন্য ৩০০ টাকা নেয়। আামার কাছে টাকা না থাকায় আমারা ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়না কোট পুলিশ বাবর। আমি তাকে কাকুতি মিনুতি করি যে আমার ছেলের সাথে সাক্ষাৎ করতে দিচ্ছেন না কেন। যদি
সাক্ষাৎ করতে না দেন তাহলে অন্তত খাবার গুলো খেতে দেন আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি। কোট পুলিশ বাবর বলে টাকা দিলে খাবার পাবে নাহলে না। বিশ্বস্ত সূত্রে জানা যায় ইতিপূর্বে এ এস আই বাবরের বিরূদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। নানা অনিয়মের কারণে বাবর কে কোর্ট পুলিশ থেকে ট্রাফিক বিভাগে বদলি করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপরে ও বাবার তদবির করে সে পুনরায় কোট পুলিশ এ যোগদান করে। এ বিষয়ে জানতে চাইলে এ এস আই বাবর জানাই আামার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। আপনি আসেন সাক্ষাতে কথা বলবো।