Home » রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার

by নিউজ ডেস্ক
৬৪ views

এহেসান হাবিব তারা :পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা এবং রেঞ্জ কার্যালয়, রাজশাহীর বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৩-০১-২০২৩খ্রিঃ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় রাজশাহী ডিবি কর্তৃক বিশেষ অভিযানে চারঘাট থানাধীন হলিদাগাছী রেলগেট বাজার এলাকা হতে ১) মোঃ আলিম @ কালু (৩৯), পিতা-মৃত আঃ কুদ্দুস, সা- চামটা (দক্ষিনপাড়া), থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে ০১টি লোহার তৈরি ওয়ান শুটার গান আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ট গুলি ও ১০০ (একশত) গ্রাম হেরোইন, ১০০ ( একশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামস্থ ধৃত ১নং আসামীর বসত বাড়ির সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করাকালে ১) মোঃ নকিম উদ্দিন (৬০), পিতা মৃত নাজিম উদ্দিন@ নজু, ২) মোঃ বাবু (২৮) পিতা মোঃ মুনসুর সরকার, উভয় সাং- ঝিকড়া জোয়ারদার পাড়া, থানা-চারঘাট, জেলা রাজশাহী, ৩) মোঃ বুলবুল আলী(৪৭), পিতা-মৃত মাহাতাব উদ্দিন, ৪) মোঃ তুফানি (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম, উভয় সাং- শিবগঞ্জ, জেলা -চাঁপাইনবাবগঞ্জ গণদের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোভ্যানগাড়ি উদ্ধার করা হয়।

এছাড়াও রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের অভিযান পরিচালনাকালে সন্দিগ্ধ ছিনতাইকারী ১) মোঃ রুবেল হোসেন ওরফে সুজন(৩২), পিতা-মোঃ তরিকুল ইসলাম , গ্রাম- চৌদুয়ার (বর্তমান সাং- হরিশংকরপুর) , ২) মোঃ ইমন(২৪), পিতা-মোঃ মজিবর রহমান (সাং- কালিদীঘি কৃষ্ণবাটি) ৩) মোঃ আপেল (৪১), পিতা-মৃত আবুল কাশেম , গ্রাম- বসন্তপুর, ৪) মোঃ আনোয়ার হোসেন উরফে সুমন(২৯), পিতা-মৃত- সৈয়ব আলী , গ্রাম- চৌদুয়ার, সর্বথানা- গোদাগাড়ী, জেলা -রাজশাহীদেরকে গ্রেফতার করেন। ছিনতাইকারীদের হেফাজত হতে বাদীর ব্যবহৃত মোবাইল ফোন এবং তাদের দেওয়া তথ্য মতে বাদীর ছিনতাই যাওয়া অটোগাড়ীটি গত ২৩-০৩-২০২৩ খ্রিঃ রাত্রী অনুমান 0২.০০ ঘটিকার সময় চাপাইনবাবগঞ্জ জেলাধীন দাড়িয়াপুর হাতাপাড়া গ্রামস্থ মোঃ কামাল হোসেন (২৫), পিতা-মোঃ দুরুল ইসলাম এর বাড়ী হতে অটোগাড়ীটি সর্ম্পূন খোলা অবস্থায় উদ্ধার করা হয়।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: