

রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট ৪৮ জনকে আটক
তমাল দাসঃ গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত
মাদক বিরোধী অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ১৫ জন, দুর্গাপুর থানা ০৪ জন, পুঠিয়া
থানা ০৮ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৬ জনকে আটক
করে। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং মোঃ সাইদুর রহমান ওরফে রিপন (৩৫), ২নং মোঃ বাবুল (৪১) ও ৩নং সুকেন রবি দাস (৪২) গণকে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ মোখলেস আলীকে ১০ লিটার চোলাইমদসহ আটক করে।
পুঠিয় থানা পুলিশ ১নং মোঃ সেন্টু হোসেন (২৯) কে ১৮ পিচ
ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।