

রাজশাহী জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্টন প্রশিক্ষণ ২০২২ এর সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত “
এহেসান হাবিবঃ আজ মঙ্গলবার ২৯/১১/২০২২ ইং তারিখ সকাল ৯.০০ টায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ২০২২ এর প্রথম পর্বের সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষে সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) মহোদয় । প্যারেড কমান্ডার এর দায়িত্বে ছিলেন পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) দেওয়ান ফজলুল হক। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল সদস্যকে সুশৃঙ্খল জীবন যাপনের পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেম বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।