
দূর্জয় খান: রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের উদ্যোগে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁ তেহেরী ঘরে ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা পহেলা নববর্ষ ও পবিত্র রমজান মাস উপলক্ষে পদ্মা প্রেসক্লাব গত শুক্রবার ১৪ ই এপ্রিল এ ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের সঞ্চালন করেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহসান হাবিব তারা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদূর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন মিন্টু, সহ-সভাপতি (জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ), ফারুক আহমেদ ব্যুরো প্রধান জাতীয় দৈনিক (বাংলাদেশের আলো পত্রিকা), লিয়াকত আলি (মুক্ত খবর পত্রিকা), রাজিব আলি রাতুল(আজকালের সংবাদ), সৌরভ আহমেদ (অর্থ সম্পাদক রাজশাহী পদ্মা প্রেসক্লাব)। এ সময় উপস্থিত বক্তারা সুস্থ ধরার সাংবাদিকতার প্রতি জোর দেন এবং অপ সাংবাদিকতার বিরুদ্ধে সকলকে একত্ব হওয়ার আহবান জানায়। প্রধান অতিথি বলেন, বর্তমান রাজনীতি লুৎপাটের রাজনীতি যা পাকিস্তানি হানাদার বাহিনীকেও পেছনে ফেলেছে। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার আহবান জানান। বর্তমান রাজনীতি দেখলে বঙ্গবন্ধু আত্মহত্যা করতেন। এছাড়া সুস্থ ধারার সাংবাদিকতা বজায় রাখতে সকল সাংবাদিক সমাজকে এক হওয়ার আহবান জানান।