
রাতুল সরকার রাজশাহীঃ গত ৭ মে রবিবার বিকাল ৫ ঘটিকায় রাজশাহী পদ্মা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহেসান হাবীব তারা,আরো উপস্থিত ছিলেন পদ্মা প্রেসক্লাবের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রাজীব শেখ, অর্থ সম্পাদক ফজলে হাবিব সৌরভ, সাংবাদিক রুকাইয়া চৌধুরী প্রমুখ। শারীরিক অসুস্থতার কারণে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল সভায় উপস্থিত হতে পারেননি। এ সময় রাজশাহী পদ্মা ক্লাবের সাধারণ সম্পাদক এহেসান হাবীব তারা বলেন গত শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাজলা অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক ও স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল করে। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ চারজন সাংবাদিককে মারধরসহ অফিসের টেবিলের ড্রয়ারে থাকা সাংবাদিক, কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা ও অফিস খরচের ৯৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং ডিভাইস এবং ১টি হার্ডডিক্সও নিয়ে যায় তারা। এছাড়াও দুটি কম্পিউটার, ১টি ডিএসএলআর ক্যামেরা ভাংচুর করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহেসান হাবীব তারা। তিনি বলেন সারাদেশে যে ভাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে এটা নিকৃষ্টতম ঘটনা। রাজশাহী সময় পত্রিকা অফিসের হামলাকারীরা কোন ভাবে ছাড় না পাই। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে রাজশাহী পদ্মা প্রেসক্লাব।