
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মা ও ছেলেকে গ্রেফতার চন্দ্রিমা থানা পুলিশ করেছে পুলিশ। গত ৬ নভেম্বর বিকেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নূর মোহাম্মদ (৩৬), পিতা মোঃ আব্দুল খালেক। আসামি (১)এস.এম সামিউল হক ওরফে দীপ্ত (২৪) পিতা মোঃ নাজমুল হক। ২নং আসামি মোছা: রুনা লায়লা (৪৭)। (সরকার বাড়ি) ছোটবনগ্রাম, পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। আসামিদয় সম্পর্কে মা ও ছেলে। বাদী নূর মোহাম্মদ সঙ্গে আসামীদের পূর্ব পরিচিতির কারণে বাদী আসামিদেরকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তিপত্রের মাধ্যমে গত ০৯/০৩/২২ ইং তারিখে ২০ লক্ষ টাকা ধার স্বরূপ দেয়। চুক্তি সম্পাদনের দেড় বছর পেরিয়ে গেলেও আসামিদয় বাদীর পাওনা টাকা ফেরত দেয়নি। এ বিষয়ে গত ২/৪/২৩ ইং তারিখে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বাদী এবং আসামীকে সাথে নিয়ে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। সমাধানে ব্যর্থ হয়ে তারা বাঁদিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরবর্তীতে বাদী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে গত কাল ৬ নভেম্বর বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাই চন্দ্রিমা থানা পুলিশ। এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি বলেন, দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে নিয়ে আসা হয়েছে তারা হলো, এসএম সামিউল হক ওরফে দীপ্ত(২৪) এবং মোছা: রুনা লায়লা (৪৭) আগামীকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।