

রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ এক চিহিৃত মাদক কারবারীকে গ্রেফতার
এহেসান হাবীবঃ রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ সেলিম রেজা (৪২) নামের এক চিহিৃত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সেলিম রেজা মতিহার থানাধিন মির্জাপুর হানুফার মোড় এলাকার মৃত আবু আহমেদের ছেলে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।
তিনি জানান, চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে শুক্রবার রাতে মতিহার থানাধিন ডাসমারী ফিল্ড এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেলিম রেজা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআই আমিনূল রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।