

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা বার্ষিক পরিদর্শন
এহেসান হাবিবঃ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) মহোদয় কর্তৃক রাজশাহী মহানগরীর দামকুড়া থানা বার্ষিক পরিদর্শন ” [৩১ অক্টোবর, ২০২২ খ্রিঃ] রাজশাহী মহানগরীর দামকুড়া থানা বার্ষিক পরিদর্শন করেন আরএমপি, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)। তিনি বার্ষিক পরিদর্শন প্যারেডে অংশগ্রহনকারী সকল পুলিশ সদস্যদের ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন করা, পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি বার্ষিক পরিদর্শন শেষে দামকুড়া থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা পরিদর্শন করেন এবং গুরুত্বপুর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। দামকুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুব আলম মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) স্যারের উক্ত নিদের্শনা প্রতিপালনে তৎপর হন।