Home » রাজশাহী মহানগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার।

রাজশাহী মহানগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার।

by নিউজ ডেস্ক
২৪ views

রাজশাহী মহানগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার।

এহেসান হাবীবঃ আজ বেলা ১১.৩০ মিনিটে নগরীর মালোপাড়ায় কমিউনিটি ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও উপশাখা প্রাঙ্গণে গ্রাহক, স্বনামধন্য ব্যবসায়ী এবং স্থানীয় অতিথিদের উপস্থিতিতে তিনি উদ্বোধনী প্রস্তর উন্মোচন করেন এবং একটি বর্ণাঢ্য র্যাথলীতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন বাংলাদেশ পুলিশ উত্তম কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে, কমিউনিটি ব্যাংক দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য শৃঙ্খলা, পরিসেবার ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রদর্শন করবে। তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংক ব্যাংকিং সেবা দিয়ে অদূর ভবিষ্যতে সবচেয়ে বিশ্বস্ত ব্যাংক হয়ে উঠবে।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন গ্রাহক সেবাদানের মাধ্যমে আস্থা, নিরাপত্তা ও প্রগতি এই তিনটি সুনিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতায় এই উপশাখাটি দ্রুত শাখায় পরিণত হবে।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আহ্বায়ক, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং, জনাব জগন্নাথ চন্দ্র ঘোষ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী, লে. কর্ণেল রিয়াজ শাহারিয়ার, অধিনায়ক, র‍্যাব-৫, জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার), এসপি, রাজশাহী, জনাব এসএম মাইনুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, জনাব ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, চেম্বার্স অব কমার্স, রাজশাহী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম। এছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জনাব ইয়াসের নূর, সিবিও ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ গ্রাহক, স্বনামধন্য ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: