
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর ৭ নং শ্রীরামপুর এলাকায় ট্রাক্টর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ৯/৬/২৩ রাত সাড়ে আটটার সময় এই হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় ট্রাক্টর সমার্থক মোসাঃ রিনা খাতুন কে ৭ নং কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থকরা ট্রাক্টর প্রতীক জহিরিল ইসলাম রুবেলের নির্বাচনী প্রচার প্রচারণা করতে বাধা দেয়। এরপর কাউন্সিলের মতির দলবল রিনা খাতুন কে বলে যদি জানে বাঁচতে চাস তাহলে রুবেলের নির্বাচনী কাজ বন্ধ করে দে। নাইলে প্রাণে মেরে ফেলবো। রিনা তাদের কথায় রাজি না হলে সেফালি নামের এক নারী রিনা খাতুনের গলা চিপে ধরে এ সময় রিনার চিৎকার শুনে আশে পাশের মানুষ এগিয়ে আসলে তখন মতির দলবল সেখান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে রিনা খাতুন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় অভিযোগ করবে বলে জানিয়েছে গণমাধ্যম কর্মীদের। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীরামপুর এলাকার বাসিন্দারা।