
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর ৭ নং ওয়ার্ডে চন্ডিপুর এলাকায় জলবদ্ধতায় চরম দুর্ভোগে ওয়ার্ডবাসী। অল্প বৃষ্টিতে রাস্তার হাটু পর্যন্ত পানি জমে যায়। দীর্ঘ সময় ধরে এই জলবদ্ধতার সম্মুখীন হচ্ছে এলাকবাসী। রাস্তা ভাঙ্গা আর নিচু হওয়ার কারনে অল্প বৃষ্টি হলেই পানি জমাট বাঁধে যায়। ড্রেনে সেফটি স্লাপ না থাকায় দুর্ঘটনার স্বীকার হচ্ছে এলাকাবাসী এবং সাধারণ পথচারী। এলাকাবাসী সাথে কথা বলে জানা যায় বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মতি সে নির্বাচনের আগে নানা রকম প্রতিশ্রুতি দিলেও একটি ও কাজ সঠিক ভাবে সম্পন্ন করেনি সে।তার কাছে এলাকাবাসী রাস্তা এবং পানি নিষ্কাশনের সমাধান চাইতে বার বার গেলেও আজ ও নাগাদ সে কোন সামাধান করেনি। বরং তার আফিসে একাধিক বার গেলেও তাকে পাওয়া যায় না। এলাকাবাসী তাকে বিপদে পাশে পাই না।