

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১২ জন জুয়াড়ি আটক
এহেসান হাবিবঃ রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল
করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক
এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ
আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ
আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মীর্জা মোঃ আব্দুস ছালাম সঙ্গীয়
অফিসার এসআই(নিঃ)/মোঃ মাহফুজুর রহমান ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান
ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৫/১১/২০২২ তারিখ রাত্রী ০০.৩৫ ঘটিকার সময়
বোয়ালিয়া মডেল থানাধীন খরবোনা নদীর ধার গ্রামস্থ জনৈক মোঃ এবাদত আলী, পিতা-মৃত
আশরাফ আলী এর বসত বাড়ির দক্ষিণ দেওয়ালের সাথে লাগানো টিনের তৈরী অস্থায়ী ঘরের ভিতর
হতে ১২ জন জুয়াড়িকে ০৫ প্যাকেট খোলা তাস, নগদ-২০,৩১০/-টাকাসহ হাতে নাতে আটক
করেন। আটককৃতরা হলো ১। মোঃ কালু(৩৫), পিতা-মৃত আশরাফুল, সাং-রামচন্দ্রপুর খরবোনা,
২। মোঃ শফি(৩৮), পিতা-মোঃ আতর আলী, ৩। মোঃ শিশির(৩২), পিতা-মোঃ সৈয়দ আলী, ৪।
মোঃ স্বপন(৩২), পিতা-মোঃ সাজ্জাদ আলী, সর্বসাং-রামচন্দ্রপুর, ৫। মোঃ রিপন(৩৭), পিতা-মৃত
আবুল হোসেন, সাং-শেখেরচক, ৬। শ্রী অলক সরকার(২৮), পিতা-শ্রী অখিল সরকার, সাং-
বেলদারপাড়া, ৭। মোঃ সোহাগ(২৭), পিতা-মোঃ মোস্তাক, সাং-হেঁতেমখাঁ, ৮। মোঃ অমর
আলী(৩৮), পিতা-মোঃ আয়নাল আলী, ৯। মোঃ রকি(৩৫), পিতা-মোঃ দুলাল, ১০। মোঃ
কাওসার আলী(৪৪), পিতা-মোঃ আক্কাস আলী, সর্ব সাং-হাদীর মোড়, থানা-বোয়ালিয়া মডেল,
মহানগর রাজশাহী, ১১। মোঃ জুয়েল(২৮), পিতা-মৃত শাহ্ আলম, সাং-ভাংড়া, থানা-গলাচিপা,
জেলা-পটুয়াখালী, ১২। মোঃ শফিকুল ইসলাম(৪৮), পিতা-মৃত মোশারফ, সাং-চর দৌলতখান,
থানা-কালকিনি, জেলা-মাদারীপুর। এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু
করা হয়েছে।