

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজিব শেখ রাজশাহীঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সভা আজ শনিবার বিকাল ৪টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মোঃ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জেডু সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি আশীষ তরু দে সরকার অর্পণ ও যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম। সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ০৯ নভেম্বর, ২০২২ খ্রিঃ বুধবার বিকাল ৪টায় সম্মেলন প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১১ নভেম্বর, ২০২২ খ্রিঃ শুক্রবার হতে আগামী ১৫ নভেম্বর, ২০২২ খ্রিঃ মঙ্গলবার সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত প্রার্থীদের জীবন বৃত্তান্ত কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে জমা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের উক্ত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি আশীষ তরু দে সরকার অর্পণ, সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, সদস্য রবি পাল ও শাহীনুর রহমান শাহীন এর নিকট জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাজমুল হোসেন, শাহাদত হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, প্রকাশনা সম্পাদক হিরা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সহ-প্রচার সম্পাদক সুভাষ কুমার সরকার, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলী, সহ-নাট্য সম্পাদক শুকুর, সদস্য রবি পাল, শাহীনুর রহমান, জাহিদ আলী জনি, মুন্না সাহা, সুরজিৎ বাগচী মনা আসাদ, রাসেল, তরিকুল, সুহাগ, নাসির উদ্দিন আলী, রাজন প্রমুখ।