
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন সমকাল নাট্যচক্রের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এম এ হাদীকে সভাপতি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সানজিদ সালভিকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি-সম্পাদক, ফাইল ছবি
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আউয়াল হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক আফসারা মাহাজিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ফেরদৌস, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক রিন্টু তনচংগ্যা, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক এলেন আশরাফী।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাবি সমকাল নাট্যচক্র যাত্রা শুরু করেছিল।