১২



রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী
নতুন মাত্রা ডেক্সঃ রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোন একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোটবোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় সড় মাছও ধরা পরে তাদের বরশীতে । বাঙালি মানেই মাছে ভাতে বেড়ে ওঠা এক জাতি।