

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিকায়নে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
রাজীব শেখঃ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের টেকনিক্যাল এসিসটেন্ট প্রজেক্ট অন ইনট্রিগেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আয়োজনে স্টেকহোল্ডারদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক মেয়র মহোদয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়র মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজকরা।