
এহেসান হাবীব তারা: শুক্রবার ৫ মে ২০২৩ রাসিক মেয়রের এর পক্ষে নির্বাচনী প্রচারণা করলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম রুবেল। রাজশাহী মহানগরীর চন্ডিপুর প্রেসক্লাবের মাঠ থেকে বিকাল ৪ টার সময় এই নির্বাচনী প্রচারণা শুরু হয় এবং আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চন্ডিপুর প্রেসক্লাবের মাঠে এসে প্রচারণা সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম রুবেল, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সোহেল রানা ডলার, মো.নাজমুল ইসলাম (বাবু), মহিব উদ্দীন, হাবিবুর রহমান লিটন, মো.আব্দুল হান্নান,তিতাস খন্ডকার,দুলাল হোসেন,সিরাজুল ইসলাম এবং ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী। এ সময় তারা রাসিক মেয়রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন। জহিরুল ইসলাম রুবেলের এই নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দেন।