
এহেসান হাবীবঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের (ওসি) রংপুরে বদলি করা হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২২ সালে মাজারুল ইসলাম, বোয়ালিয়া মডেল থানায় যোগদান করেছিলেন। সেই সাথে তার কর্মস্থলে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সোহরাওয়ার্দী হোসেনকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান আরএমপি’র সদর দপ্তর।