
ইফফাত আরাঃ সিরাজগঞ্জে র্যাব -১২ ও ০৪ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জের সা্য়দাবাদ এলাকার চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী রোমান ওরফে নোমান কে গ্রেফতার করেছে র্যাব ।
রোমান ওরফে নোমান সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃতঃ তোফাজ্জলের ছেলে। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকেনির্দেশনায় র্যাবের ওই যৌথ দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে ওই মামলার পলাতক আসামী রোমান ওরফে নোমানকে গ্রেফতার করা হয় এবং তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।