
সালাহ উদ্দিন, নাটোর : নাটোরের লালপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এজাহারনামীয় ৫৬ জনের ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। বিএনপির পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল । গত ৬ সেপ্টেম্বর ২০২২ বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১২ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা, হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে ৫৮ জন নামীয়সহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ২ জনসহ ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ । আইনজীবী ফারজানা শারমীন পুতুল বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলনে পুলিশের কাজে বাধা, হামলা, পুলিশের গাড়ি ভাংচুর ও বিষ্ফোরনের অভিযোগে পুলিশ বিএনপি নেতা-কর্মীদেরকে আসামী করে মামলা করে। তাঁদের হয়রানী করার জন্য এই মিথ্যা অভিযোগে মামলা করা হয়। সোমবার শুনানী শেষে আদালত তাঁদেরকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।