
সালাহ উদ্দিন , নাটোর :
নাটোরের লালপুরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে লালপুর থানায় মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী সকিনা বেগম (৫০), মোমিনপুর গ্রামের মাসুদ রানা (৩২), শিমুল হোসেম (২৪), শরিফুল হোসেন (৩২), মু্ক্তার হোসেন (২৪), ইশতিয়াক আহমেদ (২৩), মোহরকয়া পূর্বপাড়া গ্রামের রেজাউল করিম (৩৬)।
এবিষয়ে, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মোহরকয়া এলাকা থেকে গাঁজা বিক্রির সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার লালপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।