
পৃথিবীতে শুদ্ধতম সম্পর্কের নাম মা। মমতাময়ী যে মা অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। দেখিয়েছেন সুজলা-সুফলা সৌন্দর্যে ভরা এই দেশ, এই পৃথিবী। যেই মা বুঝাতে শিখিয়েছেন এই জীবনের অর্থ কি! সেই মা আজ মরণব্যাধি রোগে আক্রান্ত।

ফাইল ছবি
হেপাটোসেলুলার কার্সিনমা নামক লিভার ক্যান্সার এ আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বিষ্ণু সরকার । তার মা নমিতা রানি সরকার হেপাটোসেলুলার কার্সিনমা নামক লিভার ক্যান্সার এ আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, ‘তার দ্রুত উন্নত চিকিৎসা করতে হবে। চিকিৎসা করতে প্রায় ৮ লাখ টাকা খরচ হবে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব। তাই দেশের মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন অসহায় বিষ্ণু পরিবার।
বিষ্ণুর বাসা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে। মা ও এক ভাইকে নিয়ে তার পরিবার। তার বাবা জুরান চন্দ্র সরকার মারা যান ২০১৭ সালে। তার ভাই নাম কৃষ্ণ সরকার চাকরি করেন সল্প বেতনের একটি বেসরকারি কোম্পানিতে।
নাট্যকলা বিভাগের শিক্ষক ড. মো. আতাউর রহমান রাজু বলেন, “পৃথিবীতে শুদ্ধতম সম্পর্কের নাম মা। ছেলেটা ২০১৭ সালে ওর বাবাকে হারিয়েছে। বর্তমানে এই পৃথিবীতে আপন বলতে একমাত্র ওর মা ই আছে। ওর মা না হয়ে যদি ভাইও হতো তাহলে আমার এতটা খারাপ লাগতো না। বিষ্ণুর মায়ের জন্য আমি নিজে যতটুকু সম্ভব সাহায্য করেছি। আমার বন্ধুদেরকেও সাহায্য করার জন্য বলছি। ছাত্রদের বলছি প্রতি বিভাগে গিয়ে যতটুকু সম্ভব কালেকশন করা যায় তা করো। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরাও বিষ্ণুর জন্য অনেক কষ্ট করতেছে। ”