

ছবিঃ চট্টগ্রাম প্রতিনিধিঃকামরুল ইসলাম
কামরুল ইসলাম চট্টগ্রাম –
লোহাগাড়া উপজেলার সকল ছাত্র ছাত্রীদের ঘরে ঘরে যাচ্ছেন ইউএনও শরিফ উল্লাহ এইটা একটি উন্নার ব্যতিক্রমধর্মী উদ্যোগ-রাতের অন্ধকারে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও লোহাগাড়া উপজেলার শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরিফ উল্যাহ রাতের অন্ধকারে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেন। একই সময় তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন। তিনি পরিদর্শনকালে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং অভিভাবকদেরকে সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়া, আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের ১১ জন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেন। তন্মধ্যে ৯ জন আসন্ন এসএসসি পরীক্ষার্থী। বাকি ২ জন দশম শ্রেণীর শিক্ষার্থী। সাথে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, শিক্ষক দেবাশীষ আচার্য্য ও মোবারক আলী।
উপজেলা নির্বাহী অফিসারের এহেন মহতী উদ্যোগের কারণে লোহাগাড়ার সকল জনসাধারণ আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান লোহাগাড়া
প্রচারেঃ এম.এম.আহমদ মনির,লোহাগাড়া।